
২০২১ সালের মার্চে মুক্তি পেয়েছিলো এস এস রাজামৌলি পরিচালিত দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছিল। এমনকি সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১,২০০ কোটি রুপির ব্যবসা করেছে। অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও সিনেমাটি জয় করছে একের পর এক পুরস্কার। কিছুদিন আগে বিশ্বমঞ্চে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ের পর এবার ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও সিনেমাটি দুটি পুরস্কার জিতেছে।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। উক্ত অ্যাওয়ার্ডে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’। তবে শুধু বিদেশি ভাষার সেরা সিনেমাই নয়, বরং সিনেমাটির রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স নম্বর ‘নাটু নাটু’ পেয়েছে সেরা গানের পুরস্কার।
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের টুইটার হ্যান্ডেলে পোষ্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। পোষ্টে বলা হয়, ‘আরআরআর সিনেমার সকল অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের অভিনন্দন। সিনেমাটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী।’
অন্যদিকে টিম ‘আরআরআর’ নিজেদের টুইটার অ্যাকাউন্টেও একটি ভিডিও শেয়ার করেছে। উক্ত ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ‘নাটু নাটু’ আবার সেরা গানের জন্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে।’ শেয়ারকৃত ভিডিওতে নিজের আবেগ প্রকাশ করেন গানটির সুরকার এম এম কিরাবাণী।
সূত্র: বিবিসি।
ইমেজঃ সংগৃহীত