আতলেতিকো কে হারিয়ে জিতল বার্সেলোনা

618

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা আরও পাকাপোক্ত করলো কাতালান জায়ান্ট বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদে তাদের ঘরের মাঠেই হারিয়েছে জাভির দল।

যদিও বার্সেলোনাকে তুমুল চাপেই রেখেছিল আতলেতিকো। তবে শেষ পর্যন্ত মেত্রোপলিতানো থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরল বার্সা

আতলেতিকো মাদ্রিদের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে।

রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা।

এদিকে কুস্তিগীরের মত মারামারি করে লাল কার্ড দেখেছেন ফেরান তোরেস এবং সাভিচ উভয়ই!

ইমেজঃ সংগৃহীত

মন্তব্য করুন