ভেষজ চা খাওয়ার যত উপকারিতা

Veshoj cha

শীত শীত আবহাওয়ায় তুলসী, আদা, দারুচিনি দেওয়া এক কাপ গরম চা আপনাকে আরাম দেবে। পাশাপাশি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ভেষজ চা। জেনে নিন ভেষজ চা খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 

১। ঠান্ডা-সর্দি কমায়
শীতকালে গলা খুসখুস করা কিংবা সর্দি-কাশির সমস্যা বেশ ঘনঘন হয়। আদা কুচি, হলুদ ও দারুচিনি দেওয়া এক কাপ চা ঠান্ডার অস্বস্তি দূর করতে পারে।

২। হজমে সহায়ক
পুদিনা পাতা, লবঙ্গ ও আদা কুচি দিয়ে তৈরি এক কাপ চা গ্যাস্ট্রিকের সমস্যা ও হজমের গণ্ডগোল থেকে আপনাকে মুক্তি দিতে পারে।  

৩। এনার্জি জোগায় 
বিভিন্ন মসলা দিয়ে তৈরি ভেষজ চা দূর করে ক্লান্তি। ঝটপট এনার্জি ফিরে পেতে এই চায়ের জুড়ি নেই। 

৪। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে
রক্তের স্বাভাবিক সঞ্চালনে সহায়তা করে ভেষজ চা। দারুচিনি, আদা ও স্টার মসলা দিয়ে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই চা।

৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভেষজ চা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

ইমেজঃ সংগৃহীত

মন্তব্য করুন