
চিকেন খেতে অপছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর খুব মজা করে চিকেন আইটেম খাওয়ার মধ্যে একটি হলো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন খেতে যেমন সুস্বাদু তেমনই সবারই খুব পছন্দের। কিন্তু অনেক সময় তন্দুর চুলা বা ওভেন সবার বাড়িতে থাকেনা, যার ফলে অনেকেই এটা বাহির থেকে কিনে খায়, কিন্তু সেটা অনেক অস্বাস্থ্যকর। তাই আপনি চাইলে চুলাতেই বানিয়ে নিতে পারেন এই তন্দুরি চিকেন। চলুন জেনে নেই কীভাবে চুলায় বানানো যায় তন্দুরি চিকেন।
তৈরি করতে যা লাগবে
চামড়াসহ মুরগির মাংস- ৫০০ গ্রাম
পেঁয়াজ- ১টি
লেবুর রস- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১ চামচ
আদা বাটা- ১ চামচ
তেল- ৩-৪ চা চামচ
পানি ঝরানো টক দ- ১ কাপ
কাঁচা মরিচ- ২ টি (কুচানো)
গরম মশলা গুঁড়া- ২ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
জিরে গুঁড়া- ১/২ চা চামচ
অরেঞ্জ ফুড কালার- ২ ফোঁটা
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্যে মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন। এরপর তাতে লেবুর রস ও লবণ ভালো করে মেখে নিন। এভাবে ফ্রিজে রেখে দিন মিনিট বিশেক। এরপর বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ ও অন্যান্য শুকনো মসলা ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পানি ঝরানো টক দই ও ফুড কালার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করুন।
ফ্রিজে রেখে দিন দেড় ঘণ্টার মতো। এরপর একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার তাতে মাংসের টুকরাগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। একেক পাশ ১০-১৫ মিনিট হালকা আঁচে রান্না করুন। দুই দিক ভালো করে সেদ্ধ হলে নামিয়ে নিন। এরপর একটি রুটি সেঁকার জালি বা অন্য কোনো জালির উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু সেঁকে নিন। এতে তন্দুরের পোড়া ভাব চলে আসবে। এবার গরম গরম পরিবশেন করুন।
ইমেজঃ সংগৃহীত