‘নভেম্বর রেইন ২’ এবার হচ্ছে শীর্ষ ব্যান্ডের অংশগ্রহণে

269

‘ব্র্যান্ডমিথ কমিউনিকেশন’ এবার আয়োজন করেছে ‘নভেম্বর রেইন ভলিউম ২’ কনসার্টের। এই আয়োজন সব উৎসবমুখর বাঙালি গানপ্রেমীদের জন্য। ১২ নভেম্বর রাজধানীর আইসিসি এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। যেখানে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ৯টি ব্যান্ড।

ব্র্যান্ডমিথের উদ্যোগে কনসার্টে অংশ নেবে ব্যান্ডদল অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, মেঘদল, চিরকুট, ইন্দালো, অ্যাসেজ, ভাইকিং ও পাওয়ারসার্জ।

আয়োজকরা জানান, আগামী ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো জোনে সংগীতের এই আয়োজন করা হয়েছে। এ দিন দর্শকের জন্য দুপুর ১২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। দুপুর আড়াইটায় শুরু হবে কনসার্ট। চলবে রাত পর্যন্ত।

আয়োজকরা আরও জানান, এক বছর আগে ‘নভেম্বর রেইন’ কনসার্টের প্রথম আয়োজন করা হয়েছিল, যা দর্শকের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছিল। সে কারণেই ধারাবাহিকভাবে এই আয়োজন।

অর্থহীন ব্যান্ডের সুমনের কথায়, সংগীতের এমন ধারাবাহিক আয়োজন থেকেই শিল্পী, মিউজিশিয়ান ও দর্শক-শ্রোতার এক মেলবন্ধন গড়ে উঠেছে। সংগীতের সমৃদ্ধিতে এটি ধরে রাখা জরুরি। তার এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন অন্যান্য ব্যান্ডের সদস্যরা।

ইমেজঃ সংগৃহীত

মন্তব্য করুন