মান্না দে’কে নিয়ে সমরজিতের গান

193

আজ (২৪ অক্টোবর) উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে’র প্রয়াণ দিবস। এই দিনটিকে স্মরণ করে নতুন একটি গান প্রকাশ করেছেন দুই বাংলার পরিচিত গায়ক সমরজিৎ রায়।  

‘একদিন শ্রাবণ হয়ে’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবৃত্তিকার ও গীতিকার ওয়ালিদ হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজেই। সোমবার সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গানটি উন্মুক্ত করা হয়েছে।

গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, “মান্না দে’র গান শুনেই আমার বড় হওয়া। গানকে আজীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি তার জন্যই। মান্না দের গান না হলে হয়তো আমার শিল্পী হয়ে ওঠাই হতো না। তার সান্নিধ্য পাওয়াটাও আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার প্রয়াণ দিবসে এই গানটি তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”

গীতিকার ওয়ালিদ হাসান বলেন, ‘এই গীতিকবিতা আমি যার জন্য লিখি, তিনি আমাদের সবার ভীষণ প্রাণের শিল্পী সমরজিৎ রায়। আমার এই কবিতাটিকে অসাধারণ সুরের রূপ দিয়ে তিনি গেয়েছেন।’

ইমেজঃ সংগৃহীত

মন্তব্য করুন