
ব্র্যাক বিশ্ববিদ্যালয় এইমাত্র বাংলাদেশের জন্য একটা ইতিহাস রচনা করলো। বিতর্কের বিশ্বকাপে সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো তারা। অভিনন্দন ব্র্যাক বিশ্ববিদ্যালয়। অভিনন্দন Sourodip Paul আর Sajid Asbat Khandoker। বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস।
গতকালকের পোস্ট থেকে কিছু কথা এখানে রিপিট করলামঃWUDC (World University Debating Championship) কে বলা হয় বিতর্কের বিশ্বকাপ। আর এতো বড় এই মঞ্চে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দল ‘ওপেন’ ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো (আর এখন তারা চ্যাম্পিয়ন)। আপনারা যারা The Trinomial Podcast শুনতেন তারা সৌরদীপকে মাস্ট চিনবেন। ও একবার আমাদের পডকাস্টে এসছিল গেস্ট হিসেবে আর তখনও ও WUDC তে শেষবারের মতো পারটিসিপেট করার কথা জানিয়েছিল।
সৌরদীপের জন্য এটা কতটা আবেগের তা আমি ওকে কলেজ লাইফ থেকে চিনি দেখে বেশ ভালোভাবে অনুধাবন করতে পারি। আমার জন্য সৌরদীপের এই অর্জন অনেক বেশী আনন্দের কারণ আপনারা হয়তো জানেন না, সৌরদীপ হলো আমার বন্ধুমহলের সেই মানুষগুলোর একজন যে আমাকে একদম শুরুর মানে এক নম্বর ভিডিও থেকে মেসেজ দিয়ে বা কথা বলে সাপোর্ট দিতো।
ফ্রেন্ড সার্কেলের মানুষজন কিন্তু দেখবেন উল্টাটা করে। এইসব দেখে হাসে, উপহাস করে। সৌরদীপের সেই কথাগুলো আমাকে তখন অনেক বেশী অনুপ্রেরণা জোগাতো। আর আপনারা হয়তো এইটাও জানেন না সৌরদীপ আমার চ্যানেলের অনেক ভিডিওতে বিভিন্নভাবে সাহায্য করেছে শুরু থেকে শেষ পর্যন্ত যার জন্য আমি ওর কাছে চিরঋণী। একেবারেই নিরহংকারী, কোনো আলাদা ভাব না থাকা সৌরদীপকে এভাবে জ্বলতে দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে।
মানুষ আমাকে মাঝে মাঝে বলে থাকে আমি নাকি ডাউন টু আর্থ। আসলে না। আপনার সামনে যখন আপনি সৌরদীপের মতো মানুষকে দেখবেন এতটা অমায়িকভাবে আর মাথা নিচু করে তখন আপনি আর কী নিয়ে ভাব নিবেন? কিসের অহংকার? কিসের কী? আমার সৌভাগ্য যে এমন মানুষের সাথে আমার পরিচয় ঘটেছে।
লিখেছেনঃ এনায়েত চৌধুরী