ভাগ্যকুলের মিষ্টি

376526941-1-300x216

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার সুস্বাদু মিষ্টি ও ঘোলের জন্য সমগ্র বাংলাদেশ জুড়ে সুপরিচিত। আদি ও আসল স্বাদের সন্দেশ, ছানা, চমচমের মত বিভিন্ন মিষ্টান্ন খেতে চাইলে ভাগ্যকুল এক স্বর্গীয় স্থান। রকমারি মিষ্টির বাহার নিয়ে ভাগ্যকুলের বিভিন্ন মিষ্টান্ন ভান্ডারগুলো যেন আপ্যায়নের পসরা সাজিয়ে বসে আছে। এদের মধ্যে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার এবং চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার অতুলনীয় স্বাদের মিষ্টি ও ঘোলের জন্য সবচেয়ে প্রসিদ্ধ। যদিও ভাগ্যকুলের সকল দোকানেরই রয়েছে সমান সুনাম।

কিভাবে যাবেন

ঢাকার গুলিস্থান হতে দোহারগামী বাসে চড়ে বালাশুর নেমে রিকশা বা সিএনজি নিয়ে সরাসরি পদ্মা নদীর তীরে ভাগ্যকুল বাজার যেতে পারবেন।

কোথায় থাকবেন

রাজধানী ঢাকার কাছে অবস্থানের কারণে ভাগ্যকুল বাজারে দিনে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসা যায়।

আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থান

ভাগ্যকুল বাজারের কাছে অবস্থিত অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে ইনসার আলীর খুদের ভাত, কোকিলপেয়ারী জমিদার বাড়ি, খেলারাম দাতার বাড়ি, ইছামতী নদী উল্লেখযোগ্য।

মন্তব্য করুন