এই শহরে – নিঃসঙ্গ অভিযাত্রী

Ei shohor

এই শহরের কোন এক প্রান্তেই আছিস তুই,
যে শহরের বাতাসে আমি নিশ্বাস নেই
সেখানে মিশে আছে তোর ঘ্রাণ, সে ঘ্রাণ কেবল আমি পাই
তাই এই শহর ছেড়ে কোথাও যাই না আমি-
তোর চুলের ঘ্রাণ মিশে আছে যে শহরের বাতাসে,
এই বাতাস ছাড়া আমি বাচঁবো না কিছুতেই।
আচ্ছা তুই যাস না কেন এই পোড়া শহর ছেড়ে,
মৃদূ হাসলি নাকি ফোনের ঐপ্রান্তে? জিজ্ঞেসিলাম আমি
এই শহরে মিশে আছে আমার একটা প্রতীজ্ঞা
বলেই চুপ করে গেল সে,
আর কত জিজ্ঞেস করলাম কিছুই বলেনি কখনো।
খামখেয়ালিতে প্রতীজ্ঞা করেছিল ভালবাসার, পাশে থাকবে বলেনি তখনোও,
ভালবেসে গেছে আজন্ম, পাশে থাকতে পারেনি কখনো।

মন্তব্য করুন