
DCEU তে ডেথস্ট্রোকের পর এরকম কমিক একুরেট কাস্ট+কস্টিউম দেখেছি বলে মনে পড়ছে না। ( ডক্টর ফেটের পুরো স্যুটের অফিশিয়াল ছবি আসার পরে বলা যাবে তার ব্যাপারে) ডিসি ফ্যান্ডমে মুভির কনসেপ্ট আর্ট যথেষ্টই আশা জাগানিয়া ছিল, এখন সিজিয়াই/ভিএফএক্স এড করার পর আরো বেটার হবে আশা করি।
ব্লু বিটল ডিসির পুরান ক্যারেক্টারদের একটা। যদিও মুভিতে থার্ড ব্লু বিটল হাইমে রেইসের উপরে ফিচার করা হবে। এছাড়াও কাস্টিং রিউমার থেকে ধারণা করা যাচ্ছে, মুভিতে সেকেন্ড ব্লু বিটল টেড কর্ডও থাকবে যে হয়তোবা, হাইমের কাছে নিজের ম্যান্টল দিয়ে যাবে।
ডিসির সাম্প্রতিক সময়ের এনিমেটেড প্রজেক্টগুলোতে হাইমে রেইস পরিচিত একটা মুখ। DCAMU এর পাশাপাশি ইয়াং জাস্টিস সিরিজেও দেখা গেছে তাকে। ব্যক্তিগতভাবে, আমার ইয়াং জাস্টিসের ভার্সনই বেশি ভাল লেগেছিল। কারণ, সেটায় বিটল নিজেই কথাবার্তা বলে মাতিয়ে রাখত।
মেইন কাস্টের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। কোবরা কাই সিরিজ থেকে আগে থেকেই বেশ পরিচিত Xolo Mariduena. বাস্তবেও বয়স মাত্র ২০ হওয়ায় টিন-এজ সুপারহিরো হিসেবে বেশ মানানসই। এমনকি হাইমের কমিক ফেসের সাথেও অনেক মিল রয়েছে তার। ব্লু বিটল বাদেও ডিসির আপকামিং ব্যাটহুইলস এনিমেটেড সিরিজে ভয়েস দিবে সে। মুভির বাকি কনফার্মড কাস্টদের মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের এক্স গার্লফ্রেন্ড ব্রুনা মার্কুইজিনও রয়েছে।
সব মিলিয়ে ডিসিইইউয়ের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ব্লু বিটল প্রজেক্ট এখন পর্যন্ত ভাল কিছুরই ইংগিত দিচ্ছে।