
যদি বলি সমগ্র দুনিয়ার বিনিময়ে তোমাকে চাইতে শুরু করেছি আমি!
যদি বলি আমার এই মুহুর্তে বেচেঁ থাকার কারন ও তুমি!
যদি চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমাকে চাই-
জানি তুমি মৌন থাকবে,
জানি তুমি একটু একটু করে এড়িয়ে যাবে
আমি ব্যাকুল হয়ে তোমাকে ডাকব
তুমি ও নিঃস্তব্ধতার লুকোচুরি খেলবে
তারপর-আমাকে আরো অনেক বেশি শান্ত করে দিয়ে কানে কানে ফিসফিস করে বলবে- “ভালবাসি”।
তোমাকে চাওয়া যাবেনা, তোমাকে পাওয়া হবে না
অথচ তুমি কী নির্দ্বিধায় ভালবেসে যাচ্ছ-
তুমি কী অশেষ আবেশে আমাকে নেশাগ্রস্থ রাখছ!