


করিডোর দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে উপাচার্য স্যারের কক্ষ। কক্ষের প্রবেশের মুখেই সারি সারি গাছ। সবুজ পাতা। দেখলেই মনটা ভালো হয়ে যাবে এক লহমায়। না, এখানেই শেষ নয়। দু পা এগিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়বে ছড়িয়ে আছে সবুজের রঙ।
তারুণ্যমুখর বিদ্যাপীঠ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। আর তারুণ্যের সঙ্গে-ই তো সবুজের নিটোল বন্ধুত্ব। প্রতিটি ক্লাস রুম, বারান্দা কিংবা নিচতলার অন্দরে-সবখানেই কচি পাতার দারুণ সমারোহ!


পাতাবাহার, ইনডোরপ্ল্যান্ট, পাম ট্রি, বকুল ফুল, রিকা ট্রি, নিমপাতাবাহার, আপেল, করকরিয়া, বনসাইসহ অন্তত ২০ প্রজাতির নানান সাইজের গাছ ঠাঁই পেয়েছে সিআইইউর উচ্ছ্বাসে ভরা ভুবনে। এ যেন সবুজে মুগ্ধ পরিবেশবান্ধব অন্য এক ক্যাম্পাস!
News & Photo: PR & Communications
Chittagong Independent University