
গত মৌসুমের মত এবারের মৌসুমেও এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালাকে হারিয়েও পরবর্তী রাউন্ডে উঠতে পারলো না বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা।
১ম ম্যাচে ১-০ গোলে মালদ্বীপ এর চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস-কে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বসুন্ধরা কিংস । পরের ম্যাচেই হোঁচট খায় এটিকে মোহনবাগানের কাছে। সল্টলেক এর যুবভারতী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগের কালবৈশাখী ঝড়ের মত লিস্টার কোলাসো ঝড়ে উড়ে যায় রবসন রবিনহোর বসুন্ধরা কিংস। সেই হারই কাল হয়ে দাঁড়ালো কিংস শিবিরের জন্য। therefore
moreover
শেষ ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে ঠিকই ছন্দে ফেরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। ম্যাচের আধঘন্টা পেরোতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় অস্কার ব্রুজন এর শিষ্যরা। ম্যাচের বয়স এক ঘন্টা না পেরোতেই নুহা মারং এর গোলে লিড দ্বিগুণ করে নেয় বসুন্ধরা কিংস। so


এএফসি কাপের ডি গ্রুপে গতকাল শেষদিনের খেলায় সমীকরন ছিল বেশ জটিল। তিনটি দলেরই সুযোগ ছিল পরবর্তী রাউন্ডে ওঠার। সেক্ষেত্রে যে গোল ব্যবধানটাই মুখ্য হবে সেটা আগেই অনুমেয় ছিল। মোহনবাগানের কাছে ৪ গোল হজম করে আগেই পিছিয়ে ছিলো বসুন্ধরা কিংস। পরবর্তী রাউন্ডে যেতে হলে জিততে হতো বেশ বড় ব্যবধানে। সাথে মোহনবাগানকে হেরে যেতে হত মাজিয়া স্পোর্টস এর কাছে। যার কোনোটিই আসলে হয়নি। উলটো মাজিয়া স্পোর্টসকে রাতের খেলায় ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে +৫ গোল ব্যবধান নিয়ে পরবর্তী রাউন্ডের টিকেট কেটে ফেলে কোলকাতার ঐতিহ্যবাহী দলটি। furthermore