প্রতিশোধ

Protishod

প্রেম করতে সবাই চায়, কিন্তু প্রেমের জগতে আসার কিছুদিন পরেই, অনেকেই ছাড়াছাড়ি হয়ে যান। কেউ এই বিচ্ছেদকে মেনে নিতে পারে, আবার কেউ মেনে নিতে পারে না। এমনই হয়েছিল হেনরি জিগল্যান্ড নামের এক ব্যাক্তির প্রেমিকার কাছে। জিগল্যান্ড তার প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটান। এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তার প্রেমিকা। প্রতিশোধ Then

মানসিক চাপে ভারাক্রান্ত হয়ে তার প্রেমিকা আত্মহত্যা করে ফেলেন। এদিকে বোনের আত্মহত্যার প্রতিশোধ নিতে তার ভাই জিগল্যান্ড-কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। জিগল্যান্ডকে  বাগানে ঘুরতে দেখে প্রেমিকার ভাই জিগল্যান্ড-কে উদ্দেশ্য করে গুলি, ছুড়ে পালিয়ে যায়। কিন্তু গুলি জিগল্যান্ডকে না লেগে তার গা ঘেঁষে গিয়ে লাগে বাগানের একটি গাছে, এবং গুলি গাছের ভিতর ঢুকে যায়। প্রতিশোধ Moreover

এদিকে প্রেমিকার ভাই ভেবে নেয় যে, জিগল্যান্ডকে সে মেরেছে, একজন মানুষকে মারার পর, তার মনে অপরাধ বোধ হতে থাকে এবং সে নিজেই নিজেকে গুলি মেরে আত্মহত্যা করে ফেলে। প্রতিশোধ Moreover

আরো পড়ুনঃ-

অনিকের গল্প পর্ব ১ পড়ুন এখানে

অনিকের গল্প পর্ব ২ পড়ুন এখানে

এই ঘটনাটির প্রায় ২০ বছর পর, জিগল্যান্ড সেই গাছটিকে, যেটিতে গুলিটি ঢুকে গিয়েছিল, কাটার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিশাল গাছটি  কিভাবে কাটবে, কিছুতেই সে বুঝে উঠতে পারছিল না। এরপর সে, ডিনামাইট দিয়ে সে গাছটিকে উড়িয়ে দেওয়ার সিধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ, যখন ডিনামাইটটি ফেটে যায় তখন ডিনামাইটের প্রচণ্ড চাপে, এবং হঠাৎ ঝটকাতে গাছ থেকে ২০ বছর আগে ঢুকে যাওয়া গুলিটি সজোরে বেড়িয়ে যায়, এবং দূরে দাঁড়িয়ে থাকা জিগল্যান্ডের কপালে গিয়ে লাগে, আর সে তৎক্ষণাৎ মারা যায়। এভাবেই ২০ বছর পর প্রেমিকার ভাইয়ের বদলা সম্পূর্ণ হয়েছিল। প্রতিশোধ After that

ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল

তথ্যসূত্রঃ ইন্টারনেট ও উইকিপিডিয়া

এই ঘটনাটির প্রায় ২০ বছর পর, জিগল্যান্ড সেই গাছটিকে, যেটিতে গুলিটি ঢুকে গিয়েছিল, কাটার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিশাল গাছটি  কিভাবে কাটবে, কিছুতেই সে বুঝে উঠতে পারছিল না। এরপর সে, ডিনামাইট দিয়ে সে গাছটিকে উড়িয়ে দেওয়ার সিধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ, যখন ডিনামাইটটি ফেটে যায় তখন ডিনামাইটের প্রচণ্ড চাপে, এবং হঠাৎ ঝটকাতে গাছ থেকে ২০ বছর আগে ঢুকে যাওয়া গুলিটি সজোরে বেড়িয়ে যায়, এবং দূরে দাঁড়িয়ে থাকা জিগল্যান্ডের কপালে গিয়ে লাগে, আর সে তৎক্ষণাৎ মারা যায়। এভাবেই ২০ বছর পর প্রেমিকার ভাইয়ের বদলা সম্পূর্ণ হয়েছিল। প্রতিশোধ After that

মন্তব্য করুন