
এই সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তরুন প্রজন্মের এই অভিনেতা তাঁর অভিনীত প্রথম সিনেমায় বাজিমাত করে কেঁড়ে নিয়েছে দর্শকের মন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-তে পুরো বাংলাদেশ চিনেছে তাকে, এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন পূজা চেরি। তারপর থেকে একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছেন দর্শক কে, তাঁর নিখুঁত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন সকলের হৃদয়ে। তাঁর সদস্য মুক্তি প্রাপ্ত শান, পাপ-পূর্ণ্য সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের কাছে পাচ্ছেন প্রশংসা আর ভালবাসা।
এবার তিনি দেশের গণ্ডি পেরিয়ে কাজ করতে যাচ্ছেন ভারতীয় হিন্দি সিনেমায়। সিনেমা নাম ‘ইন দ্য রিং’। এটি পরিচালনা করবেন আমেরিকা ভিত্তিক ভারতীয় নির্মাতা অলকা রঘুরাম। এ সিনেমায় সিয়ামের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরি।
ভারতের কলকাতার খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হচ্ছে ছবিটি।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘চার মাস আগে আমি অডিশন দিয়েছিলাম; চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। আর কিছু বলার অনুমতি নেই।’
সিনেমাটি সিঙ্গাপুর ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করেছেন, লস অ্যাঙ্গেলস ভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। ২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির শুট শুরু হবে।
[…] […]
[…] […]
[…] […]
[…] […]