
ত্রিদেশীয় প্রো-বক্সিং টুর্নামেন্ট, ‘এক্সসেল প্রেজেন্টস সাউথ এশিয়ান প্রো বক্সিং ফাইট নাইট – দ্য আল্টিমেট গ্লোরি’ বৃহস্পতিবার, ১৯ মে ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন ত্রিদেশীয় টুর্নামেন্টটির অনুমোদন দেয়। এছাড়াও এই আয়োজনে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এবং ভারতীয় বক্সিং কাউন্সিল সরাসরি জড়িত ছিল। সুরা
এই আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপাল, এই তিন দেশের বক্সাররা অংশগ্রহণ করেন। যেখানে তারা একে অপরের বিরুদ্ধে মোট সাতটি ম্যাচে লড়াই করেন। therefore
বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা লাইটওয়েট বিভাগে নেপালের লাইটওয়েট চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে পরাজিত করেন এবং মোহাম্মদ আলামিন ওয়েল্টারওয়েট বিভাগে নেপালের আরেক বক্সার ভারত চাঁদের বিরুদ্ধে জয়লাভ করে টুর্নামেন্ট এর শিরোপা জয়লাভ করে এরিনায় উপস্থিত বাংলাদেশি সমর্থকদের আনন্দের বন্যায় ভাসান। however
আরও পড়ুনঃ
- দেশের গণ্ডি পেরিয়ে এবার মার্কিন পরিচালকের সিনেমায় সিয়াম
- হুমায়ূন আহমেদের কিছুক্ষণ: ট্রেনে শুরু, ট্রেনেই শেষ
- ফিনল্যান্ডে গ্যাস ও বিদ্যুৎ বন্ধ করে দিল রাশিয়া


অন্যদিকে, ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন হর্ষ গিল বাংলাদেশী বক্সার হেরা মিয়াকে নকআউট পাঞ্চের মাধ্যমে পরাজিত করে ক্রুজারওয়েট এর চূড়ান্ত লড়াই মাত্র তিন রাউন্ডে শেষ করেন। furthermore
টুর্নামেন্টটির মাধ্যমে পেশাদার সার্কিটে আটজন নতুন বাংলাদেশি খেলোয়ার নিজেদের পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তারা হলেন উত্সব, আকাশ, তুহিন, আমিনুল, তালহা, সাজিন, রিজু এবং জাহিদুল। তারা তাদের নিজ নিজ বিভাগে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। hence
বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন, ভারতীয় বক্সিং কাউন্সিলের সভাপতি ব্রিগেডিয়ার পিকেএম রাজা এবং নেপাল প্রফেশনাল বক্সিং কমিশনের প্রেসিডেন্ট ‘ম্যাক্স’ মনোহর বাসনেটের সাথে ফাইট নাইটের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের প্রথম পেশাদার বক্সিং নাইট আয়োজন করতে পেরে নিজের উচ্ছ্বাস ও আনন্দের কথা জানান আদনান হারুন। so
টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক বক্সারেরা প্রত্যকে ২০,০০০ টাকা ও নতুন পেশাদার বক্সাররা এক এক জন ৫,০০০ টাকা করে অর্থ পুরষ্কার লাভ করেন।
ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল
[…] দক্ষিণ এশিয়ার প্রো-বক্সিং চ্যাম্পিয… […]
[…] দক্ষিণ এশিয়ার প্রো-বক্সিং চ্যাম্পিয… […]
[…] দক্ষিণ এশিয়ার প্রো-বক্সিং চ্যাম্পিয… […]
[…] দক্ষিণ এশিয়ার প্রো-বক্সিং চ্যাম্পিয… […]
[…] দক্ষিণ এশিয়ার প্রো-বক্সিং চ্যাম্পিয… […]
[…] দক্ষিণ এশিয়ার প্রো-বক্সিং চ্যাম্পিয… […]