বন্ধু নয় প্রেমিক চাই – নিঃসঙ্গ অভিযাত্রী

Pink Feminine Floral Mom Mother's Day Card (2)

“বন্ধু হবে আমার!”
“আমরা তো বন্ধুই আছি”
“উহু, এমন বন্ধু না”
“তবে?”
“আকাশের মত বন্ধু হতে চাই আমি তোমার”
“সে কেমন?”
“মেঘেরা যেভাবে বন্ধুত্ব করে আকাশের সাথে,
কখনো ছেড়ে যায় না, গর্জন করে, অভিমান করে
আবার কেদেঁকেটে বৃষ্টি ঝড়িয়ে গড়িয়ে পড়েও মুক্তি নেই,
ঠিক ই ফিরে যায় আকাশের বুকে- হবে আমার অমন বন্ধু?”
“বন্ধু হওয়া কী অতো সহজ!”
“সে আমি জানিনা, তবে আমি তোমার বন্ধুত্ব চাই-প্রেম নয়”
“কেন প্রেমে কী দোষ?”
“প্রেম হলেই তোমায় চেয়ে বসব আমি,
নির্লজ্জের মত অধিকার দেখাতে বসব-
আমার বুকে ভেসে বেড়ানো মেঘের পালক নয় তখন
তোমায় জড়িয়ে ধরতে চাইব আমি
অধিকার নয় আমি তোমার স্বাধীনতা হতে চাই”
“কিন্তু আমার যে তোমার উপর অধিকার চাই
তোমার হাত ধরে হাটঁতে চাই,
তোমার চুলে বিলি কেটে ঘুম পাড়াতে চাই”
“ভয় হয় যদি ছেড়ে যাও, বন্ধু হলে অতো ভয় লাগবে না
ছেড়ে গেলে কাদঁব কিন্তু মরে যাব না”
“ছেড়ে যাব না, এত ভয় পাও কেন”
“ভালবাসি যে”
“কেন?”
“তোমাকে ভালবাসতেই যে আমি জন্মেছিলাম”
“তবে যে বন্ধুতা চাইলে!”
“সাহস হয়নি, তোমায় চাওয়ার,
ভেবেছিলাম বন্ধুত্বেই অন্তত বুক পেতে তোমাকে আগলে রাখি, তোমার কাছে থাকি”
“আমার যে পুরোটা তোমাকে চাই,
সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা
আর হ্যা মাতাল হাওয়ার রাতে”
“কেন পূর্নিমার রাত গুলোতে অন্য কাউকে চাইছ নাকি,
আর বৃষ্টির রাতে?”
“পাগল! একজীবনের প্রতি নিঃশ্বাসেই তোমায় চাই”
“হু হু দুঃসাহস আছে মেয়ের, ওমন উড়নচণ্ডীকে কেউ চায় নাকি?”
দুম করে বুকে কিল বসিয়ে তুমি বলেছিলে-
“আমি চাই, শুধুই তোমাকে চাই”
“কেন?”
“এখনো বোঝ নি হাঁদারাম, ভালবাসি যে।”

মন্তব্য (1)

মন্তব্য করুন