মশা ও আমি – শারমিন আকতার রোশনী

Vintage Mother's Day With Floral Decoration (2)

আমার বিচ্ছিরি এক বেহাল দশা
বসে বসে মারি মশা ও আমি
ভেবে ভেবেই মূর্ছা যাই
তবে কি আর গতি নাই?


আমার বিচ্ছিরি এক বেহাল দশা
বসে বসে মারি মশা ও আমি
ভেবে ভেবেই মূর্ছা যাই
তবে কি আর গতি নাই?

সোনালী শেফালী শস্য শ্যামলী
দেশের কথা বইয়ে পড়ি
জংলা পঁচা একই দেশে
দিনে রাতে ধুকে মরি

এলো আবার মহামারী
মাস্ক পরার তড়িঘড়ি
তারও বেশি হিপোক্রেসি
মজুরের পেটে মেরে ঘুষি

ধুত্তোর ছাই! হচ্ছে কি ভাই?
তামশা নাকি আমরা সবাই?
বোধ বুদ্ধি যা ছিলো সব
লকডাউনেই খোয়াচ্ছি তাই।

ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল

আধশোয়া হই, আবার বসি
বসে বসেই তাদের রোষি
মশা ব্যাটা পেট ফুলিয়ে
আমায় চেঁখে বেজায় খুশি

আমি আবার ভাবতে বসি
মশা ই কি তবে গুরু এদের?
নিয়ম কানুন বানায় যারা
শিষ্য বানায় ধরে তাদের।
কে জানে!

লেখিকার আরো কবিতা পড়ুনঃ- কে সত্য?

মন্তব্য (3)

অদ্ভুত কবিতা, তবে বাস্তবতার সাথে মিল আছে

অসাধারণ হয়েছে। মশার যে আক্রমণ! মনের কথা গুলো বলে দেওয়ার জন্য ধন্যবাদ

মন্তব্য করুন