যত ফুল সাজাই যতনে – ডা.শামস রহমান

Green Bordered Icons Teacher Appreciation Card (2)

শাখে শাখে বৈশাখে কত ফুল ফুটেছে

সোহাগে সুবাসিত কাননে

কে আমায় ডাকে আজ পঁচিশে বৈশাখে,

জন্ম ধন‍্য করে গেল ভুবনে

আননে শ্বেত শ্মশ্রু কাননের ফুল,পদচিহ্ন

পড়েছিল যেথায়

রোজই স্মরি তারে প্রণাম করি দিবানিশির

আলোকিত শোভায়।

যত ফুল সাজাই অন্তরে যতনে,কে যাবি

তোরা আয়

সে তো বলেছিল যত গানে তার পরশমনি

হৃদয়ে ছোঁয়ায়

অনিবার স্বপ্ন দেখি এই বাংলার বুকে আসি,

তুমি ছিলে আল্পনা এঁকে

ফাগুন আসে যায় শরত হেমন্তের ছোঁয়ায়,

গেলে মধুময় ভাষায় লিখে।

আবহমান বাংলায় জন্ম নেবে বাঙালি,

স্বপ্ন করে যাবে স্বার্থক

বাদর ঝরঝর শ্রাবণ ভাদরের বরষণে,

চৈতালি হাওয়া প্রাণ ভরাক

মহীরুহ বৃক্ষ তরুলতা সাক্ষ‍্য,দিয়েছিল

একদিন ছায়া

পিছুপানে চাই সব আছে সে নাই,ভরেছ

ভুবন কি মায়ায়!

মন্তব্য করুন