ফুড পান্ডার এক যোদ্ধা

246926866_1012396929543885_549221392109656426_n

বাসায় রান্না করতে আলসেমি লাগছে, ফুডপান্ডায় অর্ডার দেই। খাবার চলে আসে। বার্গার, চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড, বিরিয়ানি – কত কি!!!

অর্ডারের লোক টা মোটামুটি সময় মতো খাবার দিয়ে যায়।

ক্ষুধা তারও লাগে। কিন্তু সে আরাম করে লাঞ্চ করতে পারে না। সময়, টাকা কোনোটাই কুলায় না।

“ভাই চটপটি কত করে?”

নাফাখুম-আমিয়াখুম পাড়ি দেয়ার এক সাহসী গল্প পড়ুন এই লিংকেঃ-

“৩০ টাকা”

অনেকক্ষন নীরব থেকে সে বলে, “হাফ প্লেট দেয়া যাবে?”

সে লাঞ্চ সারছে হাফ প্লেট চটপটি দিয়ে। দ্রুত লাঞ্চ সারছে। ডেলিভারিতে দেরী করা যাবে না!!!

অথচ তাদের বিল টা আমরা দিতে কার্পন্য বোধ করি। আমাদের মানুষ হওয়াটা জরুরি।

সম্মান সেই সব ভাই দের প্রতি।

লিখেছেনঃ Farhad Meto

মন্তব্য করুন