মেঘের রাজ্য নীলগিরি

WALK_IN_THE_CLOUDS

নীলগিরি বান্দরবান এর সেরা একটি পর্যটন স্পট। বর্ষা মৌসুমে নীলগিরি থেকে মেঘ দেখার সুবর্ণ সুযোগ রয়েছে। মেঘ আপনাকে ঘিরে ধরবে আর আপনি মেঘের মাঝে হারিয়ে যাবেন। এই অনুভূতি কতইনা আনন্দের। এছাড়া সূর্যোদয় সূর্যাস্ত দেখা পর্যটনের আকর্ষণীয় মুহূর্ত। মনে হবে যেন আপনি দেখছেন সূর্যটা কিভাবে ডুবে যাচ্ছে। এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন স্পট। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি পরিচালিত হয় নিরাপত্তা নিয়ে ভাবনা আর কিছুই নেই। তাড়াহুড়ো করবেন না। মেঘলা শৈলপ্রপাত ঘুরে নীলাচলে অবস্থান নিন বিকেল থেকে রাত অবদি কাটান। মনে হবে জেনো লক্ষ টাকা খরচ হলেও উসুল হয়ে গেছে। এখানে কটেজ ভাড়া পাবেন 2000 থেকে 2500 টাকায়। নীলগিরি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে 45 কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এর অবস্থান।পর্যটকদের নীলগিরি যেতে হলে বান্দরবান জেলা সদরের রুমা জীপস্টেশন থেকে থানছিগামী জীপ অথবা বাসে করে নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। বান্দরবান জীপ স্টেশন থেকে জীপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়ি ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫ টার পর নীলগিরির উদ্দেশ্যে কোন গাড়ি যেতে দেয়া হয় না।তো আর দেরি কেন সময়-সুযোগ করে এবারের ঈদে ঘুরে আসুন বান্দরবান থেকে। শ্রেষ্ঠ পর্যটন স্পট নীলগিরিতে যেতে ভুলবেন না।

মন্তব্য করুন