কে সত্য? – শারমিন আকতার রোশনী

Cream & Brown Minimalist Thank You Card

বিকেলের রোদে
দেয়ালজুড়ে আমার যে প্রতিবিম্ব
তাকে জিজ্ঞেস করি
কে সত্য? তুমি না আমি?

ভীষন ভালো লাগার দিনে
আয়নায় দেখা যে অম্লান হাসিমুখ
তার কাছে প্রশ্ন
কে সত্য? তুমি না আমি?

ঘুমের ঘোরে দেখা
দুঃস্বপ্নের অস্ফুট আর্তনাদ
আর জেগে থাকা হৃদয়ের
নিঃশব্দে ক্রন্দন
কে সত্য? তুমি না আমি?

আমার যে সত্তা দাপিয়ে বেড়ায়
স্বপ্ন আর আশার বুলিতে
আর যে সত্তা ঢুকরে মরে
জনচক্ষুর আড়ালে
কে সত্য? তুমি না আমি?

যদি সত্যি ধ্রুব ই হয়,
তবে কেন এ দোটানা?
আর যদি দু’টোই সত্যি হয়
কেন মিথ্যে সত্যি হয়না?

লেখিকার আরো কবিতা পড়ুনঃ- মশা ও আমি

মন্তব্য (2)

মন্তব্য করুন