তুমি শুধু তুমি

Untitled-6

আমি চাইনি কখনো কেউ আমায় তোমার মত করে ভালবাসুক,

কখনো চাইনি কেউ সব কিছু লন্ডভন্ড করে দিয়ে ঝড়ের মত আমার কাছে আসুক,

আমি চেয়েছিলাম তুমি মানে কেবল ই তুমি-

তোমার মত কেউ নয়,

তোমাকেই ভালবাসতে হবে আমাকে-

মাঝরাতে দমকা হাওয়ার মত আমাকে উড়িয়ে নিয়ে যাবে, কেবল তুমি;

হাজার হাজার লোকের ভীড়ে, আমি মুগ্ধ হয়ে দেখবো শুধু তোমায়,

তোমার সলজ্জ অভিমান এক নিমিষে উড়িয়ে দিয়ে

শুধু তোমার জন্যই ফোটাতে চেয়েছি লক্ষ নিয়ন ফুল-

আমার ভুলে ভরা মৌনতাকে ফাঁকি দিয়ে চিৎকার করে জানাতে চেয়েছি বিশ্বকে-“ভালবাসি তোমাকে”।

তোমার মত কাউকে নয়-আমার রাত্রি জাগরণ ছিল তোমার কারনেই, তোমার জন্যই।

প্রখর খরতাপ আমি উপেক্ষা করেছি, তোমার মত কারো জন্য নয়- তোমাকেই একবার দেখব বলে।

লক্ষ আলোকবর্ষ ঘুরে আমার অনেক তোমার মতো মিলল,

তোমার মত অনেকেই বেসেছিল ভালো ও

কেউ কেউ তো আবার তোমার চেয়ে ও ভালবাসলো বেশুমার,

কিন্তু তোমার ভালবাসা পেলাম না আমি এইজন্মে আর

তাই হয়তো তোমার মত কাউকেই আর ভালবাসা হলোনা আমার।।

মন্তব্য করুন