শিরোনামহীন

Untitled-5

তোমার কাছে জানতে চেয়েছিলাম আমাকে

কতবার ভাবো একদিনে?

তুমি বলেছিলে অনেকবার।

আমি হাসলাম শুনে-

তোমার প্রশ্ন ও ছিলো আমার কাছে,

বলেছিলাম তুমি যে মিশে গেছ নিঃশ্বাসে।

একবার, দুইবার, তিনবার বা হাজারবার তোমায় ভাবার বেদনা নয়,

আমার নিঃশ্বাসে মিশে আছে তোমায় ভুলে থাকার যন্ত্রনা।

তোমার হাসি ভুলে থাকা যায়,

চুলের ঘ্রাণ সে ও না হয় ভুলেই গেলাম-

কি করে ভুলে যাই বলতো নিঃশ্বাস নিতে?

মৃত্যুর প্রতীক্ষায় জীবনের গানের দ্বিধা,

তোমায় না পাওয়ার অভিশাপ,

কিংবা তোমায় না ছোঁয়ার ব্যাথা,

এইসব মিলেই হয় তো তোমার প্রতীক্ষা।

ছেড়ে যাওয়া সহজ, ভুলে যাওয়াও কী!

আহা! তাই হতো যদি-

বেচেঁ থেকে নিঃশ্বাস নিব, এটাই বোধহয় নিয়তি।

মন্তব্য করুন