
আজকে নিঝুম রাতে ঘুম ভেঙ্গে দেখি,
নিকশ কালো অন্ধকারে নির্ঘুম এক চাঁদ
নিশাচর আর বন্য,
অথচ কি ভীষণ নিরলিপ্ত
যেন ঠিক আমারই মত অভিমানে
জেগে আছে দুঃখ বুকে চেপে
তবু সান্ত্বনা দেয় আমায়,
আমি বলি,
একদিন আমিও তোর মত পরবাসী হব,
একদিন আমিও দলছুট হব ,
একদিন আমিও অমাবস্যায় হারিয়ে যাব,
চাঁদ এখন স্তব্ধ ,কান পেতে শোনে হাওয়ার কলতান
হাওয়ারা হঠাৎ এলোমেলো হয়
আমারই মত ফুঁপিয়ে কাঁদে সন্তর্পণে
হাওয়ারাও যে আমার ই মত গৃহহীন,
আমি ভাবি একদিন আমিও
তোদের মত করেই হারিয়ে যাবো,
একদিন আমিও নষ্ট হব তোদের মত
পথভ্রষ্ট হব ভালবেসে।
গৃহী না হই আমি নাহয় ছন্নছাড়া
একলা পথিক হব,
তোদের মত
আমিও নাহয় পথ ভোলা এক নিঃসঙ্গতা হব।