
তুই আমার মন জুড়ে থাক,
আমার ভীষন পাগলা মনে
আকুল ব্যাকুল প্রেমের মতন
ঝড়ো হাওয়ার গান হয়ে থাক।
তুই আমার নস্টালজিক স্মৃতির মাঝে
ব্যাথা কথার কাব্য হয়ে
ঘাস ফড়িংয়ের পাখার মত
অবুঝ সবুজ স্বপ্ন হয়ে থাক।
তুই আমার সাদাকালো শখ হয়ে থাক,
একটু একটু রঙ্গিন আলোর ঝল্কানিতে
তুই আমার রৌদ্র হয়ে থাক,
এক কথাতে একটু ফাঁকি
যখন তখন ডাকাডাকির
বউ কথা কও পাখি হয়েই থাক।
মেঘ না হলি
তুই নাহয় এক চিলতে আকাশ হয়েই থাক
তুই কখনো বাস্তবে নয়
স্বপ্ন হয়েই আমার মাঝে চুপটি করে থাক।