০ সঞ্চয়িতা ফেব্রুয়ারি ৩, ২০২২ জেরিন মারজান খান আমি রোদ্দুর কে ভালবেসেছিলাম, তপ্ত প্রখর তেজদীপ্ত রোদ্দুর। ভর দুপুরে একা ছিলো মাঠে দাঁড়িয়ে ওত পেতে, ফাঁদ পেতে, শিকারের আশায়। কিংবা হয়তো জিরিয়ে নিচ্ছিলো দুদন্ড, একাকিত্বের জুড়িয়ে গাত্রদাহ, অদৃষ্টের কষেছিল আঁক!? অজানা তা ছিল আগাগোড়া, ভবিতব্যের মুচকি হাসি দৃশ্যের আড়ালে, চোরাবালির ফাঁদে মেলেনা সুখ, সমুদ্রে অবগাহন নিমেষে হারায় জলধারা, বাষ্পীভূত, উর্দ্ধগত। রোদ্দুর আজ কুয়াশা হয়েছে, অগ্নিগীরির আত্মদহন শিকারী পরভূত । আজ আমি বৃষ্টি চাই খুব, ভাসিয়ে নিক উড়িয়ে নিক ছিন্ন ভিন্ন হোক উদাস মন, আমি ফসল চাই, সবুজ শ্যামল, বৃষ্টির ফোটায় ফোটায় পলি জমুক প্রানে। কোথায় প্রানের স্পন্দন? কোথায় আমার আত্মদম্ভ? এক ফোটা উষ্ণতা বিনে ফসলি জমিতে মড়ক বৃষ্টি আজ জলধারায় বদ্ধ, বড় রোদ্দুর চাই আজ, তপ্ত প্রখর তেজদীপ্ত রোদ্দুর। মন্তব্য করুন Cancel reply পরেরবার কমেন্ট করার জন্য আমার নাম, ইমেইল ও ওয়েবসাইট তথ্য সংরক্ষণের অনুমতি দিলাম। মন্তব্য করুন