সোমবার রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে এই বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১ কোটি ৬০ লাখ ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে। এছাড়া মেলায় প্রায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ভ্যাট আদায় কমেছে। এক কোটি ৫০ লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে বাণিজ্য মেলা থেকে।
সর্বশেষ ২০২০ সালে আয়োজিত বাণিজ্য মেলায় মোট ৬ কোটি ৪৬ টাকার ভ্যাট আদায় করেছে রাজস্ব বোর্ড। তার আগের বছর ২০১৯ সালে ভ্যাট আদায় হয়েছিল ৭ কোটি ২ লাখ টাকা। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ বিলিয়ন ডলার। কিন্তু বিদেশি বিনিয়োগের প্রবাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং পণ্যে বৈচিত্র্য আনতে পারলে আগামী ২০২৪ সালে ৮০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব হবে।’
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘মেলার আয়তন আরও বাড়াতে হবে। স্টল ও প্যাভিলিয়নের জায়গা কম হওয়ায় অনেক ব্যবসায়ী প্রয়োজন অনুযায়ী পণ্য প্রদর্শন করতে পারেননি। আগামী বছর যেন ক্রেতা-দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলায় আসতে পারেন সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
এছাড়া রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে পোশাক নির্ভরতা কমিয়ে নতুন পণ্যে মনোযোগ বাড়াতে হবে এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে বলে মনে করেন তিনি।