মহারাণি,
তোমাদের এই ব্যস্ত নগরে রাত নামে, ভোর হয়, দিন গড়ায়। শহর ভরে উঠে ঝলমলে আলোতে, আমার বারান্দায় নাম না জানা ফুলেরা আলো ছড়াচ্ছে। আমার ভ্রম আর তোমার মৌনতা নিদারূন কষ্ট দেয় প্রতিনিয়ত। আমি সাত সমুদ্রের এপাড় থেকে তোমাকে ডাকি “মহারাণি”- তুমি শুনতে পাও না। কেমন তোমাদের পৃথিবীর নিয়ম বলতো, এত ভালবাসি তবু চাইলেই তোমাকে পাই না। তোমার খোলা চুল আর লাল শাড়ির মোহে কেটে যায় আমার একটা মানবজন্ম।
এই বয়সে এসে এমন তীব্র প্রেম কেউই সোজা চোখে দেখবে না, আর কাউকেই বোঝানো যাবে না, কাউকে না ঠকিয়েও এমন ভালবাসা হয়, তোমার ভালবাসায় আমি ততটাই বুঁদ হয়ে থাকি, যতটা নিবিড় ভাবে পালন করতে বাধ্য হই দায়িত্ব আর সামাজিকতা। জানি তুমি ও তা। তুমি তো আমার মত অতো অবুঝ নও, তোমার দায়িত্ববোধ তো আমার চেয়েও অনেক অনেক বেশি। কী শক্ত হাতে আমাকে শাসন করো তুমি বেহিসেবি না হতে, আমাকে দায়িত্বশীল করতে কী চেষ্টা তোমার। আচ্ছা এই যে এত এত দায়িত্বশীলতা আমি দেখাচ্ছি তার পুরষ্কার পাবো না বলতো! ওমা মহারাণি, চোখ রাংগাচ্ছেন কেন!
আচ্ছা একদিন কী দায়িত্ববোধ থেকে ছুটি নিয়ে আমি তোমার মাঝে হারিয়ে যেতে পারিনা! তোমার লাল শাড়িটা শুধুই আমার জন্য তোমাকে জড়াতে পারে না? তোমার খোলা চুলে কী আমি মুখ ঘষতে পারি না। না, কেন? আমার যে লাগবেই তোমাকে। দেখো আমি খুব লক্ষী হয়ে থাকব, একটুও দুরন্ত হবো না, একটু ও দস্যু হবো না। আমি তোমার ভীষন ভীষন ‘পোষা’ হয়ে থাকব।।
মহারাণি, আমি তোমাকে সম্মানিত করতে চাই, আমার আজন্ম লালিত গৌরবে। তুমি যে আমার মহারাণি। তুমি আমার প্রথম প্রেম নও, কিন্তু শেষ ভালবাসা। তোমার পরে আমার আর কিচ্ছু নেই। ইদানীং মনে হয় আমি আটকে গেছি তোমার বৃত্তে। মনে হচ্ছে তোমার আগে আমার কোন অতীত নেই, তোমার পরে নেই কোন ভবিষ্যৎ। টিন এজারদের মত ফীল করি আমি ইদানিং। বারবার ঘুরিয়ে ফিরিয়ে আয়নায় নিজেকে দেখা। তূমি বলেছ সাদা আমাকে খুব মানায়, তাই এখন আমার সব কিছু সাদা। আমার কালো ফ্রেমের চশমা তোমার পছন্দ তাই আমারো সারাক্ষনের সংগী কালো ফ্রেম। মহারাণি, আমার খুব বেহিসেবি হতে ইচ্ছে করে যে, তোমাকে নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করে সব নিয়মের ঊর্ধ্বে। ইচ্ছে হয় তুমি ঠিক যেভাবে চাও সেভাবে গড়ে দেই আমাদের ঘর। আমার অগোছালো স্বভাব তুমি গুছিয়ে দিও নিজ হাতে।
মহারাণি, তোমার ঠোটের উপরের তিল টার চেয়ে মোহনীয় কিছু দুনিয়াতে নেই, হতে পারেনা। আমি আকন্ঠ পিপাসায় এক চুমুকে পান করে নিতে পারি সে মোহনীয়তা। জানি তোমার আমার বাস্তবতা কখনো আমাকে তোমার রহস্যে ভাসতে দিবে না। জানি তুমি অন্যের ঘরে বন্দী থাকবে আজীবন। আর আমিও অভিনয় করে যাব সুখী দাম্পত্যের। মহারাণি, আমার অসুস্থতা কেবল বাড়ছে। আর আমি তোমাকে মিস করছি ভীষন ভীষন। সব নিয়ম, সব সত্যের বাইরে আমি তোমাকে চাই।৷ মহারাণি, ভাল রাখুন স্রষ্টা তোমাকে।
ইতি
কবি