লেখক – অপরিচিতা
প্রিয়,
কি নামে ডাকবো তোমায় জানিনা কিন্তু অনেক নামে ডাকতে মন চায়, খুব বেশীদিন হয়নি আমি তোমাকে চিনি, তোমাকে জানি কিন্তু এই অল্প কয়দিনেই তোমার প্রতি আমি অভ্যস্ত হয়ে গেছি। তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগেনা, মন চায় সারাদিন কথা বলি। তুমি কিছু সময় অনলাইন না থাকলে মনে হয় কিছু যেন একটা নেই। আমি জানি আমি তোমাকে পাবোনা কিন্তু তাও তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, কি করার বলো মন তো আর মানেনা, মন কে মানানো যে বড় কষ্টের। তোমার সাথে কথা বলতে পারি হয়তো এটাই আমার জন্য বড় পাওয়া আর কি লাগে জীবনে।
আমি কখনো কারো জন্য চিঠি লিখিনি, আমার জীবনে তুমিই প্রথম যাকে উদ্দেশ্য করে কোন কিছু লিখা, জানিনা এটা তোমার কাছ পর্যন্ত যাবে কিনা তবুও বলি আমার ভালোই লাগছে তোমাকে উদ্দেশ্য করে কিছু লিখতে। তোমাকে ভালবাসি কিনা জানিনা শুধু এই টুকু জানি তোমাকে ছাড়া আমার দিন শুরু হয়না, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগেনা, তোমাকে ছাড়া নিজেকে কেমন যেন শূন্য লাগে। কাউকে পাবোনা জেনেও চাওয়ার মধ্যে একটা ভালো লাগা আছে সেটা তুমি জীবনে না আসলে হয়তো কখনো বুঝতেই পারতাম না, তারপরেও তোমাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে। তোমার ছবি প্রতিদিন দেখতে ভালো লাগে। তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে, যদিও জানি এই ভালো লাগা কখনো পূর্ণতা পাবেনা, আমার জীবনে তুমি না হয় অপূর্ণই থাকো। জীবনের সব চাওয়া যে পেতে হয়না না, তাতে চাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়। আজ আর কিছু লিখবো না, অন্য কোন সময় না হয় তোমাকে ঘিরে আরো কিছু লিখবো, ভালো থেকো অনেক অনেক।
ইতি,
রিয়া