চিঠিপত্রের মাস – ০৯

cithi potro - Copy2

লেখকঃ সাব্বির হোসেন

প্রিয় ভালোবাসি তোমাকে

প্রিয়,
জানি আমাকে ভুলে তুমি বেশ ভালোই আছো।সুখেই কাটছে তোমার দিনগুলো। কিন্তু প্রিয় তোমাকে ছাড়া আমি মোটেও ভালো নেই।তোমার স্মৃতিগুলো আমাকে কাদায় বারবার।তোমার কথা মনে পড়ে যায় মনের অজান্তেই। তোমাকে ছাড়া আমার থাকা অসম্ভব। তুমি ফিরে এসো আরেকবার আমার আঙ্গিনায়।কখনো বুঝতে চাওনি আমার ভালোবাসা। প্রিয় ভালোবাসি তোমাকে। তোমার জন্য অপেক্ষায় থাকবো সব সময়।

ইতি
তোমার ভালোবাসার পাগল

মন্তব্য করুন