চিঠিপত্রের মাস- ইতি “কবি” (পর্ব ২)

cithi potro - Copy2

লেখক- মির্জা ফারহান

আমার মহারাণি,

কী তীব্র অধিকার থেকে লিখেছি আজকের সম্মোধন। এই অধিকার আপনি আমাকে দিয়েছেন। আমাকে সম্মানিত করেছেন, জানিয়েছেন দুনিয়ার তাবৎ রাজা মহারাজার ভীড়ে আপনার অমূল্য ভালবাসার জীয়ন কাঠি শুধু আমার জন্য নির্ধারিত। আপনি ছুঁয়ে দিয়েছেন আমি ধন্য হয়েছি। মহারাণি, বড্ড ভুল সময়ে আপনি আমার জীবনে এসেছেন, যখন আমি স্ট্রাগল করছি অস্তিত্ব নিয়ে, যখন আমার কাছে প্রতিটা নিঃশ্বাস ই মিরাকল। এই দুঃসহ সময়ে আপনি আমাকে গ্রহণ করেছেন আকাশের উদারতায়, আপনার গভীর সমুদ্রে ভাসার আহবান জানিয়েছেন ভালবেসে।

মহারাণি, ভাল তো কতজনই বাসে, ভালবাসতে বাসতে মরে যায়, মরে গিয়ে হারিয়ে যায়। আমি মরতে চাই না আর আমি আপনার সাথে হাটঁতে চাই অনেক দূর, ইচ্ছে হয় একটা ক্যারাভ্যান নিয়ে বেড়িয়ে যাই অসীমের উদ্দেশ্যে।

মহারাণি, কী অসীম দূর্যোগে আছি আপনাকে বলে বোঝাতে পারবোনা, আপনি হাসছেন হয়ত ভাবছেন ৩৭ বছরের শরীরে আটকে থাকা আপনার ১৭ বছরের কিশোর প্রেমিককে নিয়ে বড্ড জ্বালা, ভীষন অবুঝ আর জেদি সে। মহারাণি, আমি আপনার মাঝে আটকে গেছি, দূর্বিনীত দুঃসাহসী হয়ে ওঠার প্রবল লড়াইয়ে আপনি আমাকে জিতিয়ে দিচ্ছেন একটু একটু করে। আচ্ছা, মহারাণি কে-ই বা আপনাকে আমার মত করে ডাকে, কে-ই এতটা চায়, আপনার পায়ে আলতা পড়িয়ে দেয়ার স্বপ্নে বুঁদ হয়ে থাকা ক’জন প্রেমিক আপনার? আপনার বাস্তবতা আমার চেয়ে কতটা কঠিন আপনি আমাকে বোঝাতে চান, আমি বুঝেও অবুঝ হয়, অবাধ্য হই। কোনদিনও যে আমি কারো কাছে কিছু চাই নি, বরং দস্যুর মত ছিনিয়ে নিয়েছি, সে আমি আমার হৃদয় পেতে আপনাকে চাই, আপনি ভিজিয়ে দিয়েন আমার খরতপ্ত হৃদয় আপনার বহু আরাধ্য লোনা জলে, আমি মুছে দিয়ে যাবো আপনার অশ্রু।

মহারাণি, আপনার অশ্রু আমাকে দূর্বল করে দেয়, আপনি কিছু চাইলে দিতে না পারার অক্ষমতাটা আমাকে বড্ড লজ্জা আর কষ্টে ফেলে আমাকে।

আপনি আমাকে যে ভালবাসায় ভরিয়েছেন কালে কালে যুগে যুগে এই ভালবাসার মোহেই হয়ত রাজ্য জয় হয়েছে, হারিয়ে গেছে কত সাম্রাজ্য। কিন্তু আপনি আমাকে আমার মত এক সামান্য কবি কে আপনার অমুল্য ভালবাসার রাজ্য এক নিমিষে দিয়ে দিয়েছেন, রূপকথার মত তাই আমার বলতে ইচ্ছে করে মহারাণি আর তার সমগ্র রাজ্য শুধু আমার। মহারাণি, আমি আপনাকে ভালবাসি অনন্ত অসীম। স্রষ্টা ভাল রাখুক আপনাকে। ভালবাসা জানবেন।

ইতি,

কবি

মন্তব্য করুন