লেখক- মোঃ স্বাধীন মালিক
প্রিয় বন্ধু
আশা করি তুমি অনেক ভালো আছো। আমি ভালো নেই কারণ আমার চোখের পলক যতোবার পরে তার চেয়েও বেশি তোমার কথা আমার মনে পড়ে। বুঝতে পারছি না শুরু টা কীভাবে করবো। কি ভাবে ভুলে আছো তোমার প্রিয়দর্শিনী কে। মনে পরে কি তোমার সেই প্রথম দিনের কথা যেদিন বলেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়দর্শিনী প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার কথা বোকার মতো বিশ্বাস করে হাত ধরে ছিলাম কেনো জানো ভেবেছিলাম তুমি বুজি আমার এই হাত মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকবে যতো ঝর আসুক না কেন ছেরে দিবে না এই হাত। কিন্তু আমার ভাবনা মিথ্যা ছিল বুঝতে পারিনি রে বেইমান। যখন তোমার সাথে আমি কথা না বলতাম তুমি পাগলের মতো করতে আর হাজার বার ফোন দিতে যদিও অনেক বার ফোন দেওয়ার পর রিসিভ করতাম ওই পাস থেকে ভেজা ভেজা কন্ঠ আস্ত, আমার বুঝার বাকি ছিলো না যে এখন পাগল টা আমার কান্না করছে। আমি তোমাকে বলতাম কেঁদো না তুমি বলতা পাগলি তোমায় ছাড়া আমার জীবন মূল্যহীন ,তোমায় ছাড়া মরে যাবো। সেদিন ও বড্ড বোকা ছিলাম আমি ।ছলোনাময়ীর কথা অন্ধর মতো বিশ্বাস করেছিলাম ।৬টা মাস তোমার সাথে আমার রিলেশন পূর্ণতা পাইছে এর বেশি টিকাতে পারলাম না।কী এমন অপরাধ করেছিলাম আমি যে আমায় একা ফেলে চলে গেলে । চলে গেছো ভালো কথা কিন্তু একবার ও বলে গেলা না কেনো গেছো চলে। তুমি কি জানো না পাওয়া জিনিসটার জন্য হয়তোবা প্রতি রাতে কাঁদা হয়। কখনো আকাশের দিকে তাকিয়ে নির্ঘুম চোখে কখনো বা জায় নামাজে অশ্রু সক্তি নয়নে রবের দরবারে।বার বার করে জানতে ইচ্ছে হয় কেনো করলে এমন আমার সাথে, কী অপরাধ ছিলো আমার। আমার জীবন টা কেমন যেনো পাল বিহীন নৌকার মতো চলে না আটকে আছে মাঝ দরিয়ায়,নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে নদী কী আর বুঝতে পায় ,যার ভিটা যায় সে বুঝে তার যন্ত্রণা কতটা সীমানো ছাড়ায় তাই তুমি ও বুঝবে না মন ভাঙ্গার কতটা যন্ত্রণা না।নো মোর টু ডে। বায় ভালো থেকো।
না পাওয়া ভালবাসা
ইতি
তোমার প্রিয়দর্শিনী