লেখক – জেবিন জালালী কলি
প্রিয়,
শরদিন্দুর শুভেচ্ছা নিও। জানিনা কেমন আছো। শেষবার যখন খবর পেয়েছিলাম সে অবদি ভালোই ছিলে মরিচীকা সুখের মোহে। আমি ভালো নেই। আজও তোমার অবদানে সৃষ্ট মেঘের সম্পূর্ণ বৃষ্টি ঝরা শেষ হয়নি। কতকাল এ বৃষ্টি থাকবে চলমান তাও জানিনা। তোমাকে ভালোবাসার আগ পর্যন্ত তোমার ক্ষমতা সম্পর্কে ধারণা ছিল না।এতগুলো বছর তোমাকে হৃদয় মাঝে বয়ে চলতে হবে কখনো ভাবিনি। এ বয়ে বেড়ানোর ভার যে কতটা তা বুঝবে না। প্রিয় কেন এসেছিলে আমার জীবনে আর কেনই বা চলে গেলে? তুমি জানো না এমন কোন শরত,হেমন্ত, বসন্ত নেই যখন তোমাকে খুঁজিনি। এমন কোন রাত নেই যে রাতে তোমায় চিঠি লিখিনি। শুধু উত্তর পাইনি। পাব কি করে, যে খামে প্রাপকের ঠিকানা শূন্য থাকে সে চিঠি কোথায় বা পৌছাবে। শতশত না বলা কথাগুলো হয়তো এভাবেই না বলে রয়ে যাবে। তবু প্রতিরাতে একটি করে চিঠি লিখব আমৃত্যু। প্রিয় কখনো কি ভাবতে পেরেছ, যে দূরত্বের কারনে আমাকে গ্রহন করলে না সেই শতশত মাইল দূরত্ব অতিক্রম করে উপস্থিত হব তোমার কাছাকাছি তবু তোমার অধীনে নয়। হয়তো কখনো দেখা হবে চলতি পথে। প্রিয় বাংলাদেশ নামক ভূখন্ড টা কি এতই বড় যার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় না? মনের দূরত্বটাকে শহরের দূরত্ব বলে ঢেকে দিলে খুব গুছিয়ে। তবু সৃষ্টিকর্তার নিপুন ইচ্ছায় এখন আমি তোমার প্রতিবেশী।
আজ আর লিখব না। ভালো থেকো সবসময়। বিশ্বাস রেখ আজও ভালোবাসি তোমায়, তোমার সমস্ত কিছুকে এমনকি তোমার নামের প্রতিটি অক্ষরকেও।
ইতি,
তোমার চোখের বালি
কলি
জেবিন জালালী কলি জন্য শুভ কামনা।
অনেক ভাল লেগেছে।