মেয়েদের জাতীয় দাবায় দারুণ চমক দেখিয়েছেন জান্নাতুল ফেরদৌস। রানী হামিদ, শারমিন সুলতানা শিরিনকে পেছনে ফেলে ১৭ বছর বয়সী এই তরুণী পেয়েছেন প্রথমবারের মতো এই শিরোপা জয়ের স্বাদ।
বাংলাদেশ দাবা ফেডারেশনে শনিবার একাদশ রাউন্ডে নারী ফিদে মাস্টার নাজরানা খানের সঙ্গে ড্র করেন জান্নাতুল। সব মিলিয়ে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হন এই নারী ক্যান্ডিডেট মাস্টার।
সাড়ে ৮ করে পয়েন্ট পেয়েছেন আরও তিন জন। টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দ্বিতীয়, নারী ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন তৃতীয় ও নারী ফিদে মাস্টার নাজরানা খান চতুর্থ হয়েছেন।
মেয়েদের জাতীয় দাবার রেকর্ড ২০বারের চ্যাম্পিয়ন নারী ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ছয় ম্যাচে জেতেন জান্নাতুল। ড্র করেন বাকি পাঁচ ম্যাচে। টানা চার জয় পাওয়ায় শিরোপার জয়ের আত্মবিশ্বাসও জন্মেছিল, বললেন এই তরুণী। নিজেকে আগামী দিনে সেরাদের কাতারে দেখতে চাওয়ার আশাবাদও শোনালেন তিনি।
“টুর্নামেন্ট শুরুর আগে আসলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অতটা ভাবিনি। তবে যখন ভালো করছিলাম, তখন একটা সম্ভাবনা তো তৈরি হয়ই। নবম রাউন্ডে জয়ের পর মনে হচ্ছিল আমি পারব।”
“আমার লক্ষ্য নারী গ্র্যান্ডমাস্টার হওয়া নয়। ছেলেদের সঙ্গে উন্মুক্ত বিভাগে খেলে গ্র্যান্ডমাস্টার হওয়া। দেশের মধ্যে নিজেকে সবার উপরে দেখতে চাই আমি।”
২০১৯ সালে সবশেষ এই আসর হয়েছিল। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালে এই প্রতিযোগিতা হয়নি।