০ প্রেমপত্র বিখ্যাত যত চিঠি রোজনামচা জানুয়ারি ১২, ২০২২ আমার প্রিয় ক্লেমি, আমার মন পড়ে রয়েছে মাদ্রাজের ছোট্ট এক টেবিলে, যেখানে বসে বসে তুমি গত পত্রখানায় লিখেছ যে, আমি নাকি তোমার জীবনকে আলোকিত করেছি। চিঠিখানা পড়ে নির্বাক হয়ে বসে রইলাম কিছুক্ষণ। একমাত্র আমিই জানি তোমার কাছে আমি কত ঋণী। আজ আমি যেখানে দাঁড়িয়ে, তার সবটাই তো তোমার দান। কত ঝড় এলো জীবনে। কিন্তু তুমিই আমায় শিখিয়েছো কি করে ঝড়ের রাতেও রত্ন কুড়াতে হয়। সব ঝড়ের রাতের রত্ন কুড়িয়ে রেখেছি তোমায় দেবো বলে। কবে আবার দেখা হবে আমাদের? তোমার স্মৃতি আর ভালবাসা নিয়েই আমার বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস পড়ে। কখনও বদলে যেও না যেন। একান্তই তোমার, চার্চিল। মন্তব্য করুন Cancel reply পরেরবার কমেন্ট করার জন্য আমার নাম, ইমেইল ও ওয়েবসাইট তথ্য সংরক্ষণের অনুমতি দিলাম। মন্তব্য করুন