মানুষ

kabbo O kobita copy

কবিঃ এন.এন.নিঝুম

কেবল ই মানুষ ভেবো না-হয়
না হিন্দু না মুসলমান,
তিনি ই খোদা তাদের
তোমার যিনি রাহমান।

কোন ধর্মেই বলেনি জেনো
মানুষের অপমান,
শান্তি ই হোক এক ধর্ম
মনুষ্যত্বে মহীয়ান।

কাকে তুমি জ্বালাও পোড়াও,
গড়েছ কী তুমি তারে?
তোমারে গড়িয়াছেন যিনি,
গড়িয়াছে যে তিনিই তাহারে।

মন্তব্য করুন