চিঠিপত্রের মাস – ০৩

cithi potro - Copy2

নামঃ আল-আমিন হুসাইন

বয়সঃ ১৮

পেশাঃ ছাত্র

ঠিকানাঃ হবিগঞ্জ সদর, সিলেট বিভাগ

……………….…………..……….……..

তারিখঃ ৮ জানুয়ারী ২০২২

হবিগঞ্জ, সিলেট

প্রিয়তমা,

বেদনা ভারাক্রান্ত বিরহী মনের সমস্ত অভিযোগের অভি সমাপ্তি হতে আজ তোমাকে লিখতে বসেছি। পত্রের প্রারম্ভে গ্রহন করো আমার হৃদয় নিংরানো ভালোবাসা। খুবই জানতে ইচ্ছা করে তুমি কেমন আছো,জানি তুমি পরম স্নেহে টুইটম্বর প্রতিষ্ঠিত সর্গ রাজ্যে খুবই ভালো আছো। তোমাতে আসক্ত আমি এক নিখুত প্রেমিক তা তুমি জানো নিশ্চয়ই। স্বপ্ননিমিলিত হৃদয় গুহারে সচকিত আলোয় পুলকিত তোমার দুই নয়নে আমার নয়ন জোড়া কাতর প্রত্যদর্শিত হতে তোমাতে। জল রাশির থেকে ও যে বেশি সুন্দর তুমি। আকাশের থেকে ও বেশি পরিচ্ছন্ন তুমি। হৃদয়ের থেকে ও বেশি দামি তুমি। অন্তকর্ণ থেকে বেসে আসা সেই বানী।

ওগো সুরাঙ্গনা তুমিই আমার হৃদস্পন্দন,তুমি ই আমার ভুবন,তুমিই আমার বুকে ধুকপুকানি, তুমি ই আমার রঙিন আকাশের ধূসর রঙের প্রজাপতি। আমার অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বাস। তুমি ছাড়া ভালো নেই আমি। ফিরে এসো। তোমার ভালোবাসার কাঙালকে পৌঁছে দাও তার প্রাপ্তির নীড়ে।

ইতি,

তোমার পত্র পুরুষ

মন্তব্য করুন