অধরে রাখিয়া,যতনে বাঁধিয়া,শাসনে গড়িয়া,রাখতে পারনি কাছে,বুকের মানিক কে, হৃদয়ের পাঁজর,চলে এসেছি হাঁর ভাঙ্গিয়া,ঐ নিষ্টুর প্রবাস বন্ধি শালায়,রাত কি দিন কি, শ্রম ছাড়া কিছু বুঝেনা এরা,আবার তোমার ভাবনায় নিথর স্নানে আধা পাগলার মত মুখ গুমরে বসে থাকি,মা, কেমন আছ রে তুমি মা,জীবন এতটা রং বদলায়, অভাগ স্পট মন,
বিরহের আলপনা সাজিয়ে, আশার আলো মাখিয়ে, দিন রাত গুনে আশাতীত, আসবো আবার মাতৃ টানে,মায়ের ঐ মিষ্টি চাদরে, মা,কি ভাবে লিখি,অঝর ধারা শ্রাবন বয়ে যায়, দু নয়ন জুড়ে, যেই ধারার কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না।
অতএব,
মা জননী অবিরত হৃদয় দিয়ে আশা রাখি, মা আমার যেন ভালো থাকে,
চিঠি খানা পড়ে চিন্তা নিওনা,ভেঙে পড়িওনা,দোয়া করিও, সব আল্লাহর উপর ভরসা রাখ,