মন কেমনের রাতগুলিতে

kabbo O kobita copy

কবি- এন.এন.নিঝুম

মন কেমনের রাতগুলিতে জেগে থাকার ব্যাথা

বুকের মাঝে কষ্ট লুকায় গোপন কোন কথা।

ভাবতে তখন ভাল লাগে ভুলেই আছি বেশ,

একটু খানি মিথ্যেই আজ সত্য ভোলায় শেষ।

তোমার মাঝে আটকে গেছে সুখের সীমার গল্প,ভালবাসায় মাখামাখি,

বাস্তবতায় অল্প।খুজছি হেথা খুজঁছি হোথা, খুজঁছি জগৎময়,

তোমায় পেলেই ভুবন আমার, রৌদ্র আলোকময়।

মন্তব্য করুন