দ্বন্দ

kabbo O kobita copy

কবিঃ এন.এন.নিঝুম

আমি অনেকবার ভেবেছি, আমি কী তোমাকে ভালবাসি!
তোমাকে ভাবলেই আমার বুকের মাঝে নিদারুণ এক কষ্ট হয়,
এটা কী ভালবাসা?
তোমাকে ঘৃণা হয়, ছুঁতে যাব ভাবলেই ফিরিয়ে নেই হাত, ঘৃণাই বোধহয় তবে।
তবে তোমাকে এক পলক দেখার জন্য, শত সমুদ্র পার হতে পারি আজ ও।
তোমার জন্য এই ফুঁ তে উড়িয়ে পারি মহাকালের সব মোহ,
তোমার স্বপ্নে কাটিয়ে দিয়েছি আমার মানবজন্ম,
তবে ভালই বাসি তোমায়?
কিন্তু বিশ্বাস করো, পেতে চাইনা একটু ও আর
আলোর পৃথিবীতে কে-ই বা অন্ধকার চায় বলো!
আমি চোখ বুজে যে হাসি দেখি, সে এক অবয়ব
তুমি না কিন্তু তোমারই হয়ত!
যে তোমাকে ছুয়েঁছিল সকালের রোদ, সেই তুমি হারিয়েছ অমাবস্যায়,
অন্ধকারে তাকে খুজিনি কখনো,
যাকে দেখেছিলাম পূর্নিমায়।
স্বপ্নে থেকো ভালবাসায়, ঘৃনায় বাস্তবতায়।

মন্তব্য (1)

চমৎকার কবিতা। খানিকক্ষণের জন্য হারিয়ে গেলাম শৈশবের সেইসব প্রেমময় দিনগুলোয়। ধন্যবাদ কবি আপনাকে।

মন্তব্য করুন