মারজীয়া মেহজাবীন। জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। ২০১৫ সালে শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক হয়েছেন। তিনি ভ্রমণপিপাসু নারীদের নিরাপদে, স্বাচ্ছন্দ্যে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনার সুযোগ করে দিয়েছেন। ২০১৭ সালে প্রতিষ্ঠা করেছেন নারী ভ্রমণপিপাসুদের সংস্থা লেডি ট্রাভেলারস বাংলাদেশ (এলটিবি)। এর ব্যবস্থাপনা পরিচালকও তিনি। এলটিবি চার বছরে ৩০০টি ট্যুর পরিচালনা করেছে। এর মধ্যে ৩০টি ট্যুর ছিল দেশের বাইরে। এসব বিষয় নিয়ে সম্প্রতি কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাইফ বরকতুল্লাহ।