আমাদের সম্পর্কে

দরজার ওপাশে

অস্থির এই সময়ে যেদিকে তাকাই কেবল নিরাশার বানী এবং নেতিবাচকতার দীর্ঘশ্বাস। সত্য সুন্দরের প্রত্যাশা আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রতিনিয়ত বিরাজমান। দরজার ওপাশে এই সত্য সুন্দর অনুসন্ধানিৎসু মনের খোরাকে জোগাতে বদ্ধপরিকর। দরজার ওপাশে এমন এক ঘরানার পত্রিকা যা প্রতিদিন ঘটে যাওয়া দেশ বিদেশের সুখবর গুলোকে ছড়িয়ে দেয় কোটি কোটি বাংলা ভাষাভাষীদের মাঝে।

বাঙ্গালী মাত্র সাহিত্য প্রিয়। সেই সুপ্রাচীন চর্যাপদ থেকে শুরু করে আধুনিক লেখকদের লেখনি সমৃদ্ধ করেছে বাংলার পাশাপাশি বিশ্ব সাহিত্যকে। আর তাই আমাদের সঞ্চয়িতাতে আমরা প্রকাশ করি তরুণ এবং উদ্যমী লেখকদের নানাবিধ সাহিত্য।

চিত্রগল্প প্রকাশ করে যায় প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা সব শিল্পকর্ম। পাশাপাশি আলোকচিত্রীদের চমৎকার লেন্সওয়ার্ককে উতসাহিত করে। ভোজন ও রন্ধন প্রিয় বাঙ্গালী তথা বাঙলার ভাষাভাষীদের জীবনের সাথে জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গিভাবে তাই, আতিথিয়তা প্রিয় বাঙ্গালীর রান্নার খ্যাতি জগৎজোড়। স্বাদে-আহ্লাদে তে থাকছে নানা মুখরোচক রান্না, রেস্টুরেন্টের রিভিউ, রান্নার ইতিহাস আর শৈলী।

পথে প্রবাসে ভরিয়ে দেবে ভ্রমণপিপাসুদের মন। সাবলীল আর সুখপাঠ্য সব ভ্রমণকাহিনী, ভ্রমণ টিপস আর ভ্রমণের চিত্রগল্প পাঠককে আন্দলিত করবে আমরা বিশ্বাস করি। শিশু-কিশোররা আমাদের আগামীর প্রজন্ম তাদের জন্য অথবা তাদের লেখা আকায় ভরবে আমাদের কিশোর সংখ্যা।

আমাদের গর্ব আমাদের দেশমাতৃক, যার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, যার সবটাই আমাদের অহংকার। সত্য ও সুন্দরের পরিক্রমায় আমাদের অহংকার আমাদের দেশ ও তার ইতিহাসকে খোঁজার চেস্টায় বাংলাদেশের ইতিকথা।

পত্র সাহিত্যের জন্য আছে রোজনামচা। প্রিয়জনের কাছে চিঠি লেখা চিঠি, ঐতিহাসিক চিঠি সব ধরনের চিঠিতে সমৃদ্ধ রোজনামচা। ইন্টারভিউ আর মনের কথা লেখায় প্রকাশ হবে আড্ডা। মূল কথা আমরা বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই ইচিবাচকতা আর আশাবাদ। গতানুগতিক পত্রিকার বাইরে “দরজার ওপাশে” মূলমন্ত্র তাই “সত্যের সাথে সুন্দরের পাশে”।

“আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ,
সত্য সুন্দর”